রোববার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পূর্বধলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২২, ২২:৩০

নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে ফাহিম (৬) ও ঋতু (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হোগলা ইউনিয়নের চলিতডহর গ্রামে এ ঘটনা ঘটে।

ফাহিম ওই গ্রামের আবুল কালামের ছেলে ও ঋতু আবুল কালামের ভাই আবুল মিয়ার নাতি। ঋতু তার নানা বাড়িতে থাকতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফাহিম ও ঋতু বাড়ির পাশের খেলার করার সময় পুকুরে পড়ে যায়। পরে বিকেল ৫টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ দেখতে পায় স্বজনরা।

হোগলা ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল খা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/ইউবি