বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এনটিএমসি’র ডিজি হলেন মেজর জেনারেল জিয়াউল আহসান 

আপডেট : ২২ জুলাই ২০২২, ২০:৪১

বাংলাদেশ সেনাবাহিনীর তিন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার এক আদেশে ন্যাশনাল টেলিকমিউনেকশন মনিটরিং সেন্টারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনটিএমসি’তে মহাপরিচালক(ডিজি) পদে পদায়ন করা হয়েছে। 

এর আগে গত ১৮ জুলাই এক আদেশে দুই জন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়। সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্রিগেডিয়ার জেনারেল কবীর আহমেদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামরিক সচিব পদে পদায়ন করা হয়েছে।  

ইত্তেফাক/এমএএম