বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৯ কার্যদিবস পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৫:৫৩

টানা ৯ কার্যদিবস পর শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। সোমবার (২৫ জুলাই) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় দরপতন দেখা দিলেও শেষপর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এদিন আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেনও।

সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টি কোম্পানির। দরপতন হয়েছে ১৩১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৯৭ লাখ টাকা।

শেয়ারবাজার

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৭৫৮ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯২২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। 

ইত্তেফাক/ইউবি