বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কবি হিমেল বরকতের জন্মদিন পালন

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৯:১২

অকাল প্রয়াত কবি-গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকত’র ৪৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ জুলাই) বিকেলে মোংলায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, রুদ্র সংসদ’র আয়োজনে দিনব্যাপী নানা কর্মসুচি পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিলো কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দোয়া-মোনাজাত।

বুধবার বিকেলে মোংলার মিঠাখালীতে কবি হিমেল বরকত’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ, রুদ্র সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাত, গীতিকার মোল্যা আল মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও রুদ্র সংসদের মো নাজমুল হক, বাবর আলী শেখ, জানে আলম বাবু ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মাহারুফ বিল্লাহ। এছাড়া বিকেলে মিঠাখালী সিদ্দিক বাজার জামে মসজিদে মরহুমের জন্যে দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ইমাম মো. রকিবুল শেখ। দোয়া শেষে উপস্থিত এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

প্রসঙ্গতঃ কবি হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলার মিঠাখালী গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা আলহাজ্ব ডাঃ শেখ ওয়ালীউল্লাহ, মাতা আলহাজ্ব শিরিয়া বেগম। তার বড় ভাই প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। হিমেল বরকত ১৯৯৪ সালে মোংলার সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি ও পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন করে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক হন। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত এখানেই তিনি কর্মরত ছিলেন।

কবি ও গবেষক অধ্যাপক ড. হিমেল বরকত’র প্রকাশিত উল্ল্যেখযোগ্য গ্রন্থসমুহ হচ্ছে চোখে চৌদিকে (২০০১), বৈশ্য বিদ্যালয় কাব্যগ্রন্থ (কবি প্রকাশনী-২০১৩), দশ মাতৃক দৃশ্যাবলী (২০১৪), গবেষণাধর্মী গ্রন্থ প্রান্তস্বর ব্রাত্যভাবনা (২০১৭), পথ কবিতা বিষয়ক গবেষণাকর্ম সম্পাদন, ‘গানের ঝরাপাতা’ গানের বই ২০১৭ সালে প্রকাশিত হয়, সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু গবেষণা গ্রন্থ (২০১৩), ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময় (অক্ষর প্রকাশনী), ছোট গল্প ‘আয়না’ পরিবার পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত হয় ৩১ অক্টোবর ২০২০ সালে, কিশোর পাঠ্য রচনা ‘ছন্দ শেখার হাতেখড়ি’ কিশোর বাংলা পত্রিকায় প্রকাশিত হয় ২০২০ সালে, শিশুতোষ গল্প ‘মায়ের ভাষা’ এবং ‘পেন্সিল ও রাবারের গল্প’ প্রকাশিত হয় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে।

হিমেল বরকত সম্পাদিত গ্রন্থ সমুহ হচ্ছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী (২০০৫), কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র (২০০৫), চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ (২০১২), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা (২০১২), বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ (২০১৩), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ (২০১৫) ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে অনুকাব্য। এছাড়া অপ্রকাশিত রয়েছে বেশকিছু কবিতার বই ও গান।

কবি হিমেল বরকত ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন