শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চাটখিলে ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৪:৪৫

চাটখিলের রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাহারের বাড়ির সামনে মঙ্গলবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চেয়ারম্যান বাড়িতে ছিলেন না। 

মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টায় পশ্চিম দিক থেকে মোটরসাইকেলে করে দুই সন্ত্রাসী আসে। এ দুই সন্ত্রাসী তার বাড়ির সামনে মূল সড়কে অবস্থান নেয় এবং এক জন মূল সড়ক থেকে তার বাড়ির সামনের রাস্তায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ খবর পেয়ে চেয়ারম্যান ঘটনাস্থলে আসেন। ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাহার জানান, তাকে হত্যা অথবা ভয়ভীতি প্রদর্শনের জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি এস এম বাকি বিল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার চাটখিল থানায় চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাহার একটি অভিযোগ দায়ের করছেন।

থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন জানান, বোমা বিস্ফোরণের খবর শুনে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। চেয়ারম্যানের অভিযোগ আমলে নিয়ে

ইত্তেফাক/এমএএম