শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোহানের জিম্বাবুয়ে সফর শেষ

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০০:৪৫

আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পেয়েছেন তিনি। এজন্য টি-টোয়েন্টি সিরিজের বাকি এক ম্যাচের সঙ্গে গোটা ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।

রবিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন চোট পান সোহান। হাসান মাহমুদের বলে কিপিং করার সময় আঙুলে ব্যথা পান তিনি। পরে এক্সরে করা হলে তর্জনীতে চিড় ধরা পড়ে তার।

বাংলাদেশ দলের সঙ্গে থাকা ফিজিও মোজাদ্দেদে আলফে সানি জানিয়েছেন, ‘আমরা সোহানের আঙুলে এক্সরে করিয়ে চিড় পেয়েছি। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগে। এ জন্য সে শেষ টি-টোয়েন্টি ও আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারছে না।’

ইত্তেফাক/এমআর