শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নির্বাচনী সহিংসতায় শিশু নিহত: ঘটনাস্থলে তদন্ত কমিটি    

আপডেট : ০১ আগস্ট ২০২২, ২২:৪২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২৭ জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় গঠিত ৩ সদস্যের কমিটি ঘটনাস্থল পরির্দশন করেছে।

সোমবার (১ আগস্ট) সকালে বাচোর ইউনিয়নের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী (ভিএফ) নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে কমিটির সদস্যরা। 

তদন্ত কমিটির সদস্যরা হলেন- কমিটির প্রধান অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মন, জেলা সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আহসান হাবীব ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ও ঠাকুরগাঁও ডিএসবি ওসি-২ ইসমাইল হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে, এ ঘটনায় মামলা হয়েছে। এতে এলাকাবাসী গ্রেফতার আতঙ্কে রয়েছেন। অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে আছেন। বিশেষত অধিকাংশ পুরুষ বাড়ি ছেড়েছেন। স্থানীয় সালেহা বেগম ও অন্যরা বলেন, রাতে কোনো মোটরসাইকেল কিংবা কোনো গাড়ির শব্দ শুনলেই মনে হচ্ছে এই বুঝি পুলিশ আসলো। আমরাও খুব ভয়ে আছি। পুরুষরা তো ঘটনার পর থেকেই বাড়িতে থাকেন না। 

তদন্ত শেষে দুপুরে রাণীশংকৈল ইউএনও'র কার্যালয়ে তদন্ত কমিটির সদস্যরা নিহত শিশুর বাবা বাদশা মিয়া ও মা মিনারা আকতারের সঙ্গে কথা বলেছেন। 

তদন্ত কমিটির প্রধান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মন সাংবাদিকদের বলেন, ‌‘ঘটনাস্থল পরির্দশন করা হলো। প্রয়োজনে আরও তদন্ত করা হবে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসনের বরাবরে জমা দেওয়া হবে।’

ইত্তেফাক/মাহি