শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাবির 'বিতর্কিত' শিফট পদ্ধতি বাতিলের দাবিতে ভর্তিচ্ছুর অবস্থান

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৫:৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শোভন রায় নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে 'একক প্রশ্নপত্রে মূল্যায়ন চাই' প্ল্যাকার্ড হাতে এ কর্মসূচি পালন করেন তিনি। 

অবস্থানকারী শোভন রায়ের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 'সি' ইউনিটে চতুর্থ শিফট ও 'বি' ইউনিটে দ্বিতীয় শিফটে পরীক্ষা দেন। পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হয়েছে জেনেই শোভন অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেয়।  

শোভন রায় ইত্তেফাককে বলেন, জাবির ভর্তি পরীক্ষার শিফট পদ্ধতি একধরনের বৈষম্য। এ পদ্ধতিতে শিক্ষার্থীর মেধার সঠিক যাচাই হয়না। কোন শিফটের পরীক্ষা সবচেয়ে সহজ হয়, আবার কোন শিফটে পরীক্ষা একদম কঠিন হয়। ফলে জাবির চলমান শিফট পদ্ধতি বাতিল করা উচিত।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে এর আগে শিফট ভিত্তিক পরীক্ষা আয়োজনের ব্যাপারে উপাচার্য বলেন, আমরা আস্তে আস্তে এটি কমানোর চেষ্টা করছি। আগামীতে শিফট কমিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেব। পরীক্ষা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো সমস্যা হয়নি।

ইত্তেফাক/এআই