শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাসুমের পর মেহেদির জোড়া আঘাত

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৭:৩৫

নাসুম আহমেদের পর জিম্বাবুয়ের শিবিরে জোড়া উইকেটের দেখা পেলেন মেহেদি হাসান। ওয়েসলে মাধভেরেকে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। এর রেশ না কাটতেই সিকান্দার রাজাকে মুস্তাফিজের ক্যাচে পরিণত করেন।

এর আগে ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে উইকেটের দেখা পান নাসুম আহমেদ। আউটসাইড অফের বল মারতে গিয়ে ধরা পড়েন কাভারে। দারুণ ক্যাচ ধরেন আফিফ হোসেন। ১০ বলে ১৭ রান করেন চাকাভা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ এরভিন। হারারে ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হয়।

প্রথম টি-২০তে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজে এনেছে ১-১ সমতা। আঙুলের চোটের কারণে সফর শেষ অধিনায়ক নুরুল হাসান সোহানের। তার জায়গায় আজ টাইগারদের নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন। সোহানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। 
বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমনের। এ ছাড়া শরিফুল ইসলামের পরিবর্তে খেলবেন স্পিনার নাসুম আহমেদ।

ইত্তেফাক/ইউবি