দলকে বিপদে ফেলে ফিরে গেলেন নাজমুল হোসাইন শান্ত। শন উইলিয়ামসের বলে স্কুপ করতে গিয়ে ফাইন লেগে লুক জঙ্গুয়ের হাতে ধরা পড়েন শান্ত। ৬০ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১০ রানে আফিফ হোসেন ও ১৮ রানে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করছেন।
এর আগে সিরিজ জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে গেলেন দুই ওপেনার লিটন দাস ও পারভেজ হোসাইন ইমন। ভিক্টর নিয়াউচিকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৬ বলে ১৩ রান করেন লিটন। নিয়াউচির পরের ওভারে ফিরে যান ৬ বলে ২ রান করা ইমন। দুই ওপেনারের পর বিদায় নেন এনামুল হক। আউট হওয়ার আগে তিনি ১৩ বলে ১৪ রান করেন।
হারারে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। প্রথম টি-২০-তে জয় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে সফরকারীদের দরকার ১৫৭ রান।
বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমনের। এ ছাড়া শরিফুল ইসলামের পরিবর্তে খেলবেন স্পিনার নাসুম আহমেদ।