মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দিতে সোমবার রাতে চলন্ত লঞ্চে বিদ্যুতায়িত হয়ে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্র নিলয়ের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজের প্রায় ৮ ঘণ্টা পর মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে।
এ খবরে তার পরিবারে কান্নার রোল পড়ে যায়। এদিকে তার সঙ্গে থাকা সাত আহত বন্ধুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত। সোমবার রাত ১০টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামসংলগ্ন মেঘনার শাখা পাঙ্গাসিয়া ছোট নদীতে এ দুর্ঘটনা ঘটে। গজারিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র নিলয় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ডা. মোহাম্মদ আলীর ছেলে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে।