সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

খানসামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৯:৫০

দিনাজপুরের খানসামায় মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রেজোয়ান ইসলাম (৫)। সে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের ফরিদাবাদ এলাকার হবি কবিরাজের ছেলে।

রেজোয়ান বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দেখতে পেলে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চিকিৎসক ডা. আব্দুস সালাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খানসামা থানার ওসি (তদন্ত) মো. তাওহীদুল ইসলাম পুকুরে ডুবে শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআর