কুমিল্লার বরুড়ায় একটি মাছের ঘেরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
মঙ্গলবার (২ আগস্ট) রাত ৮টায় জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো-আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) এবং বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)।
বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলী মুর্তজা।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই শিশু বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে যায়। স্বজনরা খুঁজে না পাওয়ায় বাড়ির পাশে মাছের ঘেরের পাশে তাদের জামাকাপড় দেখতে পান। পরে আড়াই ঘণ্টা পর লাশ খুঁজে পাওয়া যায়।