শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিলামে উঠছে এলভিস প্রিসলির ‘হারানো’ জুয়েলারি

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১১:২৬

কিংবদন্তি মার্কিন গায়ক ও অভিনেতা এলভিস প্রিসলির ব্যবহৃত প্রায় ২০০টি অলংকার ও বিভিন্ন সামগ্রী ২৭ আগস্ট নিলামে উঠছে। ধারণা করা হচ্ছে এ সামগ্রীগুলো হারিয়ে গিয়েছিল।

নিলামের তালিকায় রয়েছে এলভিসের একাধিক ঘড়ি, আংটি, কাফলিঙ্কস, চেইন ও প্রিসলির একটি গিটার।

১৯৬৮ সালে টেলিভিশনে ‘কামব্যাক’ নামের একটি অনুষ্ঠান হয়েছিল।

সে অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকা জুড়ে নতুন করে এলভিসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।

ওই অনুষ্ঠানে যে গিটার ব্যবহার করেছিলেন তিনি, সেটিও নিলাম হবে।

এলভিসের স্ত্রী প্রিসিলা প্রেসলি চান, এলভিসের এই স্মৃতিচিহ্নগুলো এমন কারো হাতে যাক, যিনি এগুলো ভালোবেসে সামলে রাখবেন।

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন