পাইপ লাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (৪ আগস্ট) নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৩ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জের হাটখোলা, দুপ্তারাসহ তারাবো হতে আড়াইহাজার পর্যন্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকগণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।