বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দেশে কোনো হাহাকার, দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০১:১৮

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশের মানুষকে একটু কষ্ট করতে হবে, তবে হাহাকার, চরম সংকট, দুর্ভিক্ষ হবে না। বিএনপি এই সুযোগে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে সারের দাম কমলে বাংলাদেশেও সারের দাম কমবে। সারের দাম বাড়ানোয় খাদ্য উৎপাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। গত দুই-আড়াই বছর যাবত এ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছিল। বিশ্ববাজারে এক কেজি সারের দাম ৮১ টাকা। সেই সার ভর্তুকি দিয়ে দেশে ১৬ টাকায় বিক্রি হতো। যুদ্ধ বন্ধ হলে সারের দাম কমলে এখানেও কমবে। কৃষকরা ইউরিয়া সার বেশি ব্যবহার করে। সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য আনার জন্য সারের দাম কিছুটা বাড়ানো হয়েছে। ডিএপি সার ব্যবহার করলে খাদ্য উৎপাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কর্মশালায় কৃষিসচিব মো. সায়েদুর ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইত্তেফাক/এমএএম