শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শ্লীলতাহানির অভিযোগে মহাসড়ক অবরোধ 

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৫:০৮

বরিশালের বাকেরগঞ্জে বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ৮ম শ্রণীর এক শিক্ষার্থীকে শ্লীতাহানী চেষ্টার অভিযোগে ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। 

বৃহস্পতিবার (৪ আগষ্ট) বেলা ১১টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের বিচার দাবী করে ঐ স্কুলের ছাত্র-ছাত্রীরা এ বিক্ষোভ করে। পরে ব্যাবস্থা গ্রহণের আশ্বাসে যান-বাহন চলাচল স্বাভাবিক করে ছাত্র-ছাত্রীদের শ্রেণীকক্ষে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীদের সঠিক তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণের আশ্বাসে যান-বাহন চলাচল স্বাভাবিক করে ছাত্র ছাত্রীদের শ্রেণী কক্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসজেড