আত্রাইয়ে বাবার দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছেলে তুহিন (২৭) ও তার স্ত্রী মনিয়া আকতারকে (২০) পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার নওগাঁ কারাগারে পাঠিয়েছে| বুধবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়|
আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান সরকার বলেন, পারিবারিক কলহের কারণে আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামের সখিমুদ্দিন তার ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে নওগাঁ আদালতে একটি মামলা দায়ের করেন| তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় গোপন খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় আত্রাই থানাপুলিশ তাদের বিলগলিয়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করে| বৃহস্পতিবার তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে|