শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোনালদোকে পেয়ে খুশি কোচ

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৯:০৪

অনিশ্চয়তা এখনো কাটেনি। কে জানে তা কতদিন থাকে। দলবদল শেষ হতে অবশ্য প্রায় মাসখানিক বাকি। তবুও ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্কোয়াডে পেয়ে খুশি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। কাল ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রেড ডেভিলদের প্রিমিয়ার লিগ মিশন।

শুরুতে বেঞ্চে রাখার গুঞ্জন শোনা গেলেও ব্রাইটন ম্যাচে একাদশে দেখা যেতে পারে রোনালদোকে। কেননা ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অ্যান্থনি মার্সিয়াল। রোনালদোকে নিয়ে নিজের পরিকল্পনা এখনো অটল হ্যাগ, ‘আমি খুবই খুশি সে এখানে আসায়। আমাদের উচ্চমানের স্ট্রাইকার আছে। আমরা আমাদের পরিকল্পনায় অটল।’

কিন্তু রোনালদোর কি পরিকল্পনা সেটাই এখন প্রশ্ন। চ্যাম্পিয়ন্স লিগে খেলা যাবে এমন একটি ক্লাব খুঁজছেন তিনি। কিন্তু বায়ার্ন মিউনিখ, চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলো তার ব্যাপারে মুখ ফিরিয়ে নিয়েছে। এদিকে এই মৌসুমে জেগে উঠতে নতুন খেলোয়াড় খুঁজছেন হ্যাগ, ‘আমরা স্কোয়াডকে শক্তিশালী করার জন্য খেলোয়াড় খুঁজছি। তবে এর মানে এই নয় যে, যেকোনো খেলোয়াড় হলেই হবে। আমাদের সঠিক খেলোয়াড়ের প্রয়োজন।’

ইত্তেফাক/এমআর