রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ১৪৭ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৫ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১০ এর একটি দল হুমায়ূন কবির (৪৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাব-১০ এর মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেফতারকৃত হুমায়ূন কবিরের কাছ থেকে ৫ লক্ষ ৫৮ হাজার টাকা মূল্যের ১৪৭ বোতল ফেনসিডিল ও ৩.৯ কেজি গাঁজা আটক করা হয়। এছাড়া ৩টি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রির নগদ ১ লক্ষ ৫৩ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।