যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ওষুধসহ বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য আটক করেছে পোর্ট থানা পুলিশ। পন্যচালানটির রপ্তানি প্রতিষ্ঠানের নাম এসএস বুকেম ইন্ডাস্ট্রি রাজস্থান ভারত।
পন্যচালানটির আমদানি মুল্য ৩৭ হাজার মার্কিন ডলার। আমদানি কারক প্রতিষ্ঠান স্মার্ট লাইফ ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ ৭ আগস্ট মাইক্রোসেল পিটি নামে একটি পন্য আমদানি করেন। ভারতীয় ট্রাকটির নং ডাবিউ বি ৪১ই ০৯১৮। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া।
পুলিশ জানায়, বিশেষ গোপন খবরে কাস্টমস গাড়ি টি বন্দর থেকে কাস্টম হাউসে এনে তল্লাশি চালায়। এসময় গাড়ির ত্রিপোল খুলে ৬শ বোতল ফেনসিডিল এবং বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায়।
কাস্টমসের পক্ষ থেকে আব্দুর রশিদ মিয়া জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র আমদানি পন্যবাহী ট্রাকে চোরাচালানের মালামাল পাচার করছে। গত ৩ মাসে এ ধরনের অনেকগুলো চালান আটক করা হয়েছে। ট্রাকের চালক আমদানিকার এবং সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা রুজু করা হয়েছে।