শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগৈলঝাড়ায় কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০১:২০

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদর বাজারসহ বিভিন্ন হাটবাজারে খুচরা পর্যায়ে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, এ বছর বর্ষা মৌসুমে কোনো বর্ষা না হওয়ায় কাঁচা মরিচের ফলন কমেছে। পাশাপাশি প্রচণ্ড রোদের তাপে অধিকাংশ মরিচখেতের গাছ শুকিয়ে মরে যাচ্ছে।

স্থানীয়ভাবে উৎপাদন করা কাঁচা মরিচে চাহিদা পূরণ না হওয়ায় পাইকারিভাবে বাজারে মরিচ আমদানি করতে হয়। এ কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে। 

রাজিহার বাজারের খুচরা বিক্রেতা তুহিন হাওলাদারসহ বেশ কয়েক জন ব্যবসায়ী জানান, আমরা ২৫০ টাকা দরে কাঁচা মরিচ কিনে ক্রেতাদের কাছে ৩০০ টাকা দরে বিক্রি করছি। 

উপজেলা সদর বাজারে কাঁচা মরিচ কিনতে আসা হোটেল ব্যবসায়ী সবুজ সরদার জানান, প্রতিদিন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েই চলেছে। দুই দিন আগে কাঁচা মরিচের কেজি ছিল ২০০ টাকা। আজ কিনতে হচ্ছে ৩০০ টাকায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় বলেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকা, অনাবৃষ্টি ও পরিবহন খরচ বেশি হওয়ায় দাম বেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, বাজারের দাম স্থিতিশীল রাখার জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে। 

 

ইত্তেফাক/এআই