শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গমাতার জন্মদিনে অসহায় নারীরা পেলেন সেলাই মেশিন  

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৩:১৫

‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।  

সোমবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসনসহ আরও অনেকে। 

পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য শিবলী বক্তব্য দেন এবং দুস্থ অসহায় নারীদের হাতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান তুলে দেন। 

এ ছাড়াও, উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। এদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়।

ইত্তেফাক/মাহি