রোববার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হাবিপ্রবিতে বঙ্গমাতার জন্মদিন পালিত 

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৪:৩৩

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত হয়েছে। 

সোমবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।  

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. বলরাম রায়, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, শেখ ফজিলাতুননেছা মুজিব হলের হল সুপার প্রফেসর রোজিনা ইয়াসমিন লাকি, বিভিন্ন হলের হল সুপারবৃন্দসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও হলের ছাত্রীরা।

এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে উক্ত হলের পক্ষ থেকে বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইত্তেফাক/এআই