মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে অ্যাপ্রোচ সড়কের মাদবরচর ইউনিয়নের মোল্লারবাজার এলাকায় সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভোরের দিকে রাস্তা পার হতে গেলে কোনো গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। রাস্তা পার হতে গিয়ে কোনো পরিবহন ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন পরিবহন বা গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি। সড়কের ওপর নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে জানালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়।
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, ‘সকালে সড়কের ওপর থেকে দুর্ঘটনায় নিহত এক নারীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।