রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন- মো. আব্দুল আলিম ও মো. মোতালেব হোসেন।
মঙ্গলবার (৯ আগস্ট) তাদের গ্রেফতারের বিষয়টি জানান ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আজহারুল ইসলাম মুকুল।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা এবং গাঁজা পরিরিবহনে ব্যবহৃত ট্রাকসহ আলিম ও মোতালেবকে গ্রেফতার করা হয়। তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ট্রাকযোগে চাপাইনবাবগঞ্জ নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।