মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আলিয়াকে ‘সাহসী’ বললেন কারিনা

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৪:৩৮

সম্পর্কে রণবীর কাপুরের জেঠতুতো বোন কারিনা কাপুর খান। এপ্রিলে আলিয়া-রণবীরের বিয়েতেও উপস্থিত ছিলেন কারিনা। মাত্র ২৯ বছর বয়সে আলিয়া ভাটের মা হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। এজন্য আলিয়ার প্রশংসা করতে ভোলোন নি কারিনা কাপুর খান। আলিয়াকে এই দশকের অন্যতম ‘সেরা অভিনেত্রী’ বলেও উল্লেখ করেছেন বেবো।

বেশ কয়েকটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, ছোটবেলা থেকেই কারিনা তার প্রিয় অভিনেত্রী। ২০১৬ সালে কারিনার সঙ্গে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া। যদিও পর্দায় তাদের একসঙ্গে দেখা যায়নি।

কারিনা কাপুর ও আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

অন্তঃসত্ত্বা অবস্থায় আলিয়ার জন্য কোনও টিপস আছে কিনা এমন প্রশ্নের জবাবে বেবো বলেন, ‘ওর কোনও বিষয়ে পরামর্শের প্রয়োজন নেই। আমি মনে করি, গত দশক থেকেই অন্যতম সেরা অভিনেত্রী তিনি; বিশেষ করে যখন এত অল্প বয়সে কোনও অভিনেত্রী মাতৃত্বকে গ্রহণ করে।’

আলিয়া প্রসঙ্গে করিনা আরও বলেন, ‘ও খুব সাহসী অভিনেত্রী এবং সাহসী ব্যক্তিত্ব। এই সময় নিজের ক্যারিয়ারের সেরা জায়গায় থেকেও এমন সিদ্ধান্ত সে নিয়েছে; নিজের মধ্যে প্রত্যয় থাকা দরকার এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।’

কারিনা কাপুর ও আলিয়া ভাট

কারিনাকে শিগগিরই আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে এই সিনেমা। 

ইত্তেফাক/বিএএফ