বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেখা হচ্ছে মোদি-শেহবাজের! 

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৭:৩৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কিছু দেশের প্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ও নির্ধারিত বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ তিনি তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।  

ডেইলি জাং বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের বৈঠকগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৬  সেপ্টেম্বর। উজবেকিস্তানের সমরকন্দে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এটি মুসলমানদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র।  

নরেন্দ্র মোদি ছাড়াও চীন, রাশিয়া ও ইরানের দেশপ্রধানদের সঙ্গে শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

তবে ভিন্ন কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি ডব্লিউআইওএন নিউজকে জানিয়েছেন, সেপ্টেম্বরে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। 

ভারত ও পাকিস্তান উভয়ই এসসিও'র অংশ। দুটি দেশই এই সংস্থার বিস্তৃত ভিত্তিক কার্যক্রমের প্রেক্ষাপটের সঙ্গে জড়িত আছে। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'ভারত আমাদের প্রতিবেশী দেশ। যদিও কেউ অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, কেউ তার প্রতিবেশীদের বেছে নিতে পারে না। অতএব, আমাদের উচিত তাদের সঙ্গে বসবাসে অভ্যস্ত হওয়া।'

ইত্তেফাক/এসআর