বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার থাইল্যান্ডে 'পালালেন' গোটাবায়া  

আপডেট : ১১ আগস্ট ২০২২, ২১:০৮

ব্যাপক গণ-বিক্ষোভের মুখে গত মাসে সিঙ্গাপুরে পালিয়ে যান শ্রীলঙ্কার বিতাড়িত গোটাবায়া রাজাপাকসে। সর্বশেষ খবর, বৃহস্পতিবার সিঙ্গাপুরে গোটাবায়ার স্বল্পমেয়াদি ভিসা  সফর পাসের মেয়াদ শেষ হওয়ায় তিনি থাইল্যান্ডে গেছেন। এক মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাজাপাকসে সিঙ্গাপুর থেকে ব্যাংকক যাওয়ার একটি ফ্লাইটে উঠেছিলেন। এর একদিন আগে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, গোটাবায়া রাজাপাকসে যেন তাদের দেশে ঢুকতে দেওয়া হয়, তারা সেরকম একটি অনুরোধ পেয়েছে।

তারা বলছে, রাজাপাকসেকে ৯০ দিনের জন্য থাকতে দেয়া হবে, তবে তিনি কোন রাজনৈতিক আশ্রয় চাইছেন না।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার রাজাপাকসে সিঙ্গাপুর ছেড়েছেন। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

রাজাপাকসের বিরুদ্ধে শ্রীলংকার বিক্ষোভকারীরা অর্থনৈতিক অব্যবস্থাপনার মাধ্যমে দেশকে চরম সংকটে ঠেলে দেওয়ার অভিযোগ এনেছে।

ইত্তেফাক/এসআর