বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে স্ত্রী হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ১১ আগস্ট ২০২২, ২২:২০

রংপুরের বদরগঞ্জে স্ত্রী অভিযোগে মমতাজ ওরফে সুলতান নামের এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে সুমাইয়া আখতার শারমিনের সঙ্গে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ মধ্যপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মমতাজ ওরফে সুলতানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ে করেন। এর মধ্যে সুলতান পার্শ্ববর্তী গুচ্ছগ্রামের একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে সুমাইয়ার সঙ্গে তার সুলতানের ঝগড়া হয়। ২০১৯ সালের ৪ জুন সুলতান স্ত্রীকে যমুনেশ্বরী নদীর তীরের একটি আখ ক্ষেতে নিয়ে  হত্যা করে। এ ঘটনায় সুমাইয়ার বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।

বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী অতিরিক্ত পিপি নয়নুর রহমান। আসামিপক্ষে আইনজীবী ছিলেন আবুল হোসেন।

 

ইত্তেফাক/ইউবি