লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকদ্রব্যসহ দুজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হাসেন আলী (২৮) ও জাহাঙ্গীর আলম (৩২)। তাদের বাড়ি ভারতের শীতলকুচি থানার পাঠানতার ও লালতর পাড়া এলাকায় বলে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হাতীবান্ধা থানার ওসি শাহা আলমসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালান। এসময় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ লিটার বোতলজাত ফেন্সিডিলসহ হাসেন আলী ও জাহাঙ্গীর আলম নামে দুজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, ‘ওই দুই ভারতীয় যুবকের নামে হাতীবান্ধা থানায় মামলা দায়েরের পর শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’