বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় মৃত্যুশূন্য দেশ, নতুন শনাক্ত ১৪৪

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৮:১৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যান। তবে এই সময়ে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়। শনিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৭ আগস্ট মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। তার আগে ২৯ জুন ছিল মৃত্যুশূন্য দিন।   

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১২ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৫৭ জনের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ। একদিনে দেশে ৪৫৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

 

 

ইত্তেফাক/ইউবি