মনোহরগঞ্জ-খিলা সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে উপজেলা সদরের মনোহরগঞ্জ-খিলা সড়কের ওপর তাহেরপুর নামক স্থানে দেখা গেছে, চলমান লাইনসহ খুব কাছাকাছি দূরত্বে দুইটি পল্লী বিদ্যুতের খুঁটি রয়েছে। যা সড়কের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করছে।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি গ্রামীণ সড়ক, সেতু এবং কালভার্ট মেরামত ও সংরক্ষণ কার্যক্রম (জিওবি) মেনটেন্যান্স প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এ সকড়টির নির্মাণকাজ শুরু হয়। খুঁটিগুলো অপসারণ না করায় নির্মাণকাজে বিঘ্ন ঘটার কথা জানান এলজিইডি উপজেলা প্রকৌশলী।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের চেয়ে রাতে এ সড়কে চলাচল আরো বেশি ঝুঁকিপূর্ণ।
উপজেলা প্রকৌশলী আব্দুর রহমান মুহিত জানান, প্রকল্পটির কাজের শুরুতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি (কু.প.বি.স-৪) এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল পাশা ঐ সড়ক থেকে খুঁটি সরানোর বিষয়ে বুধবার উপজেলা এলজিইডির একটি চিঠি প্রাপ্তি স্বীকার করে শিগ্গিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।