বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৫ টাকা কেজিতে ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হবে : কৃষিমন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৪:৩৭

কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেছেন, স্বল্প আয়ের, সীমিত আয়ের ও শ্রমজীবী সাধারণ মানুষের কষ্ট লাঘবে ১৫ টাকা কেজিতে ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হবে। এছাড়া বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম অব্যাহত থাকবে।

গতকাল রবিবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে দেশে কৃষিপণ্যের দাম কিছুটা বাড়বে। তবে কৃষি উৎপাদন ব্যাহত হবে না। 

তিনি বলেন, আড়াই বছর ধরে চলমান কোভিড পরিস্থিতি এবং ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকটের কারণে খাদ্যপণ্যের দাম, সারের দাম, তেলের দাম ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশেও এর প্রভাব পড়েছে। এর ফলে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। এ বিষয়ে সরকার অত্যন্ত সচেতন। মানুষের কষ্ট লাঘবে সরকার নিবিড়ভাবে ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। সার-খাদ্যশস্যের দাম কমার আশাবাদ ব্যক্ত করে কৃষিমন্ত্রী বলেন, সার রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

ইত্তেফাক/ইআ