বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মার্কিন প্রতিনিধিদের সফরের মধ্যেই তাইওয়ানের চারপাশে নতুন মহড়ায় চীন

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১২:৩৭

তাইওয়ানে মার্কিন কংগ্রেসের আরও একটি প্রতিনিধিদলের সফরের মধ্যে চীন স্বশাসিত দ্বীপটির বিরুদ্ধে অগ্রসর হচ্ছে।

চীনের সামরিক বাহিনী বলেছে যে, তারা তাইওয়ানের আশেপাশে জল ও আকাশসীমায় যুদ্ধ সতর্কীকরণ টহল এবং সামরিক মহড়া পরিচালনা করেছে। এই ঘোষণা আসে তাইপেতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলের সফরের একদিন পর।

তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে ৩০টি চীনা যুদ্ধবিমান এবং পাঁচটি জাহাজ শনাক্ত করা হয়েছে।

সেন এড মার্কির নেতৃত্বে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল গত রবিবার তাইপে পৌঁছেছে।

চীনের সামরিক বাহিনী গত বুধবার বলেছিল যে, তারা এই মহড়াগুলো "সফলভাবে সম্পন্ন" করেছে, তবে তাইওয়ান প্রণালীর দিকে "নিয়মিতভাবে আরও টহল পরিচালনা" করার প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন সিনেটের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, "তাইওয়ানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনঃনিশ্চিত করার" এবং "তাইওয়ান প্রণালী জুড়ে স্থিতিশীলতা ও শান্তিকে উত্সাহিত করার" প্রচেষ্টায় মার্কির পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্ব-শাসিত দ্বীপটি পরিদর্শন করেছে।

সফররত প্রতিনিধি দল গত সোমবার  তাইওয়ানের প্রেসিডেন্ট সাই​ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করে। এসময় তাইওয়ান প্রেসিডেন্ট দ্বীপটি পরিদর্শন করার জন্য এবং পদক্ষেপ নিয়ে তাইওয়ানের প্রতি তাদের সমর্থন প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান।

ইত্তেফাক/টিআর