শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, যুবক গ্রেফতার  

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ২১:৫০

পাবনার চাটমোহরে স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করে আপত্তিকর ছবি ফেসবুকে দেওয়ায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের আ. মালেকের ছেলে জনি (২৫)। এ ব্যাপারে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে চাটমোহর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। 

জানা গেছে, জনি উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে একটি মিলে কাজ করতেন। কাজ করার সুবাদে মিল মালিকের ১০ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রেম থেকে শারীরিক সম্পর্ক হয় তাদের। একপর্যায়ে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। জনি ওই স্কুলছাত্রীর আপত্তিকর কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্রীর বাবা চাটমোহর থানায় অভিযোগ দায়ের করেন।  

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জনি মিলের কর্মচারী ছিল। সে কৌশলে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে। এরপর তার ছবি ফেসবুকে ছেড়ে দেয়। জনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।’

ইত্তেফাক/মাহি