দীর্ঘ ৮ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে মোংলা বন্দর ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালের আকস্মিক ঝড়ে গাছ ভেঙে পড়ে মোংলা বন্দর এলাকায় পিডিবি'র মেইন গ্রিডের তার ছিড়ে যায়। এতে বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় মোংলা বন্দর, পৌর শহর ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের। পরে রাত সোয়া ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। টানা ৮ ঘণ্টা ধরে অন্ধকারে থাকা দেশের গুরুত্বপূর্ণ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, মোংলা বন্দর, বন্দর শিল্পাঞ্চল ও ইপিজেডসহ আশপাশের বিভিন্ন এলাকা আবারও আলোকিত হয়েছে।
পিডিবির মোংলা আবাসিক প্রকৌশলী মো. ফরহাদ হোসেন বলেন, ‘ঝড়ে মহাসড়কের পাশের বিশাল গাছ ভেঙে পড়ে ৩৩ হাজার ভোল্টের প্রধান গ্রিডের তার ছিড়ে যায়। বিরতিহীন কাজ করে রাত সোয়া ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।’