শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাতিয়ায় ট্রলারডুবি, ৩ জনের লাশ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৪:১৮

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) উপজেলার জাহাজমারার কাছে মেঘনা নদীর দমারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শরিফ উদ্দিন (২২), মাইনুদ্দিন (৪৮) ও বাবুলউদ্দিন (৩২)। নিখোঁজ জেলের নাম বেলাল উদ্দিন( ৩৫)। এদের সবার বাড়ি হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূতে জানাযায়, শুক্রবার ভোরে ১৬ জন জেলে নিয়ে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাট থেকে ছেড়ে যায় এফ পি হাজী সিরাজ নামীয় একটি মাছের ট্রলার। বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার দুপুরে নিঝুমদ্বীপের‌ দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিত উদ্ধার ও এক জেলে এখনো খোঁজ রয়েছে।

ট্রলারের  মালিক মো. জহির উদ্দিন জানান, সাগর উত্তাল থাকায় উদ্ধার হওয়া জেলে এবং লাশগুলোকে আনতে বিলম্ব হচ্ছে।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছন।

ইত্তেফাক/এমআর