রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১১:৪৩

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে আহান চৌধুরী নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিছায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আহান রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফিতর মোহাম্মদ চৌধুরী বাড়ির রবিউল হোসেন চৌধুরীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাশেম চৌধুরী দৈনিক ইত্তেফাককে বলেন, স্থানীয় মুফিজ মাস্টারের বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসা ৮ মাস বয়সী একটি শিশু একটি কক্ষে ঘুম পাড়িয়ে তারা গল্প করছিলেন। শিশুটি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের অগোচরে হামাগুড়ি দিয়ে বাড়ির পেছনে রান্নাঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআর