শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সচিবালয়ে পড়ে আছে বাবরের জরাজীর্ণ পাজেরো গাড়ি

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৮:৪২

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের দোর্দণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ১৫ বছর ধরে কারাগারে। তার ব্যবহৃত একটি গাড়ি এখনো পড়ে আছে সচিবালয়ের ভেতরে। বাবরের গ্রেফতারের পর এটির মালিকানা কেউ দাবি করেনি।

২০০৭ সাল থেকে বাবরের ব্যবহৃত ব্যক্তিগত পাজেরো গাড়িটি সচিবালয়ে পড়ে আছে। দীর্ঘদিন পড়ে থাকায় জং ধরেছে গাড়িটিতে। এর পরও গাড়িটি সরানো হয়নি সচিবালয় থেকে। বাবরের পক্ষ থেকেও গাড়িটি দাবি করা হয়নি। নানা জটিলতায় গাড়িটি সরানো যায়নি।

সচিবালয় ঘুরে দেখা যায়, সচিবালয়ের ক্লিনিক ভবনের পেছনের দিকে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আকাশি রঙের মিতসুবিশি পাজেরো গাড়িটি। দীর্ঘদিন পড়ে থাকায় গাড়িটির গ্লাসে জমেছে ধুলার স্তূপ, বডিসহ যন্ত্রপাতিও অকার্যকর।

এদিকে সচিবালয়ের বিকল সব গাড়ি সরাতে ইতিপূর্বে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের গাড়ির বিষয়টি মন্ত্রীকে অবহিত করা হলে তিনি সেটাও সরানোর নির্দেশনা দেন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও সরানো যায়নি এসব গাড়ি।

গত ৫ এপ্রিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বাবরের গাড়িসহ সচিবালয়ে অকেজো থাকা মোট ২৩টি গাড়ি অপসারণের নির্দেশ দেয়। সেই সময় জারি করা এক আদেশে এক মাসের মধ্যে গাড়িগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো গাড়িই শেষ পর্যন্ত সরানো হয়নি।

ইত্তেফাক/এমএএম