শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টাঙ্গাইলে র‌্যাবের সিও পরিচয়ে প্রতারণার দায়ে গ্রেফতার ১

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১০:২০

টাঙ্গাইলে র‌্যাবের সিও ও সরকারি কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শনিবার রাতে এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গ্রেফতার ঐ ব্যক্তি হলো ময়মনসিংহের ভালুকা উপজেলার রান্দিয়া ধলিয়া এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রাতুল (৪১)। রাতুল প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া, বিদেশে লোক পাঠানো এবং সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ১৫ থেকে ২০ জনের কাছ থেকে ৫০-৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ওয়াকি টকি সেট, জনতা ব্যাংকের দুটি চেক, তিনটি মামলার এজাহার কপি, বায়োডাটা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

রবিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, মোস্তাফিজুর রহমান বিভিন্ন সময় নিজেকে র্যাব-১-এর সিও, পুলিশের এসপি, ৩২তম বিসিএস ক্যাডার, দুদক চেয়ারম্যানের আত্মীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছে এমন পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে প্রলোভিত করত। তার বিরুদ্ধে ২০০৭ সালে ময়মনসিংহ সদর থানায় প্রতারণা মামলা হয়েছে বলেও জানান ঐ কর্মকর্তা।

ইত্তেফাক/এমএএম