বন্ধুদের নিয়ে নদী তীরে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
ওই শিক্ষার্থীর নাম এরফান। তিনি নগরীর বিনোদপুর এলাকার বাসিন্দা ও নগরীর একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
রাজশাহী সদর ফায়ারসার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. বারি জানান, বন্ধুদের নিয়ে আজ সকালে নগরীর টি-বাঁধ সংলগ্ন পদ্মার তীরে ফুটবল খেলতে যায় এরফান। এক পর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যায় এরফান। এরপর সে আর তীরে ফিরে আসতে পারেনি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বহু খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে এরফানের লাশ উদ্ধার করেন।