ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
এবার সাত কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট ৫ হাজার ৩১০টি আসনে ভর্তির জন্য প্রায় ২৬ হাজার ৫০০টি আবেদন পড়েছে।
ঢাবির বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন বলেন, ভর্তি পরীক্ষার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। সাত কলেজসহ মোট আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
অধিভুক্তির পর থেকে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা কার্যক্রম, প্রশ্ন প্রণয়নসহ সবধরনের একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।