বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাদা চুল ঢাকতে প্রাকৃতিক ডাই

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২০:১৭

চুলে নানাভাবে রং করার চল শুরু হয়েছে। অনেকে অবশ্য সাদা চুল ঢাকতে নানা ডাই ব্যবহার করেন। চুলে একটু রুপোলি ঝিকিমিকিতে ঘাবড়ে যান অনেকে। বাজারে পাওয়া কৃত্রিম পণ্যে আস্থা রাখতে পারেন না অনেকেই। কারণ এতে এ্যালার্জি থেকে শুরু করে নানাবিধ সমস্যা হতে পারে। 

তাছাড়া অনেকের চুল দূষণ, স্ট্রেস, অযত্নে পাকতে শুরু করে। তারা প্রাকৃতিক উপায়ে সাদা চুল ঢাকার চেষ্টা করে থাকেন। সেজন্যে প্রাকৃতিক হেয়ার ডাই সবচেয়ে সহজ পদ্ধতি হতে পারে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে প্রাকৃতিক হেয়ার ডাই ব্যবহারে সাদা চুল ঢাকবেন: 

বাজারে পাওয়া কৃত্রিম পণ্যে আস্থা রাখতে পারেন না অনেকেই

কালো চায়ের নির্যাস

প্রথমে এক কাপ পানিতে কালো চা ভালোমত ফুটিয়ে নিন। ফুটানোর পর চা ঠাণ্ডা হতেই পুরো মাথায় ঘষে ঘষে লিকার লাগান। ঘণ্টাখানেক পর সেই লিকার ধুয়ে ফেলুন। বিশেষত শ্যাম্পু নেওয়া চুলে এই পদ্ধতি বেশ সহায়ক।  

কালো কফির নির্যাস

খুব কড়া করে কফি বানাতে হবে প্রথমে। ঠাণ্ডা হতেই চুলে লাগিয়ে নিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার ব্যবহারে সুফল মিলবে। 

ঝিঙে ও নারকেল তেলের ডাই 

খোসা সহকারে ঝিঙে ছোট ছোট টুকরো করুন। তারপর রোদে শুকিয়ে নিন। এবার এক কাপ নারকেল তেলে তিন দিন ভিজিয়ে রাখুন। তিন দিন পর ঝিঙেসহ সেই তেল ১০ মিনিট চুলোতে রেখে ফুটিয়ে নিন। চুলো থেকে নামিয়ে ঠাণ্ডা করুন তেল। এবার কাঁচের জারে সংরক্ষণ করুন। শ্যাম্পু করার এক ঘন্টা আগে চুলের আগা-গোঁড়ায় এই তেল ব্যবহার করুন। খেয়াল রাখবেন আপনার শ্যাম্পুতে যেন সালফেট কিংবা প্যারাবেন না থাকে। প্রাকৃতিক শ্যাম্পুতে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু'তিনবার ব্যবহারে চুলে মেলানিনের উৎপাদন বাড়ে। যাদের চুল সাদা হচ্ছে তারা উপকার পাবেন।

সাদা চুল ঢাকতে অনেকে নানা ধরণের ডাই ব্যবহার করেন

আমলকির ডাই

আমলকির জুস বানানোর পর অবশিষ্ট পাউডার ফেলে দেবেন না। এক টেবিল চামচ পরিমাণ আমলকির পাউডার আর তিন টেবিল চামচ পরিমাণ নারকেল তেল পাত্রে রেখে চুলোয় আঁচ দিন। যখন তেল কালো হতে শুরু করবে নামিয়ে ঠাণ্ডা করুন। ছেকে নিয়ে কাঁচের জারে সংরক্ষণ করুন। শ্যাম্পু করার আগে চুলে ম্যাসাজ করুন। সপ্তাহে দুদিন ব্যবহারে সাদা চুল কালো হয়ে যাবে। 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন