বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রামগড়ে একসঙ্গে ৪ সন্তান প্রসব

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২১:৪০

ফেনীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তান জন্ম দিয়েছেন খাগড়াছড়ির রামগড়ের এক গৃহবধূ।  

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জেড ইউ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. রোকসানা বেগমের তত্ত্বাবধানে চার নবজাতকের জন্ম হয়। ওই গৃহবধূর নাম ফারজানা আক্তার (২৪)। তিনি রামগড় পৌরসভার সোনাইপল বাজারের মুদি দোকানি আলমগীর হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফারজানা আক্তারের প্রসব ব্যথা শুরু হলে তাকে ফেনীর বেসরকারি জেড ইউ মডেল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা তিনটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর চার সন্তানের জন্ম হয়। ওই চার নবজাতককে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে। 

চার নবজাতকের বাবা আলমগীর হোসেন বলেন, তাদের আগে কোনো সন্তান ছিল না। এবারই প্রথম তার স্ত্রী একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন। এদের মধ্যে  তিনটি ছেলে ও একটি মেয়ে। 

তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই ৪ সন্তানের বাবা হলাম। সবার কাছে দোয়া কামনা করছি। 

চিকিৎসক রোকসানা বেগম বলেন, ফারজানা গর্ভকালীন আমার তত্বাবধানেই ছিলেন। নবজাতকদের মা সুস্থ আছেন। নবজাতকদের প্রথমজনের ওজন প্রায় ২ কেজি, দ্বিতীয় জনের ২ কেজি ১০০ গ্রাম, তৃতীয় জনের ১ কেজি ৫০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ১ কেজি ৩০০ গ্রাম। নবজাতকেরা এখন পর্যন্ত ভালো আছে।

ইত্তেফাক/এমএএম