শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কেরানীগঞ্জে চুলার আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৬

কেরানীগঞ্জে একটি বাসায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে শাহাদত নামে আরও একজন মারা গেছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, আগুনে তার শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। 

গত মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল মন্দিরের সামনের বাসায় আগুন লেগে একই পরিবারের ৬ সদস্য দগ্ধ হন।তারা হলেন- শাহাদাত হোসেন (২০), ইয়াসিন (১২), সোনিয়া (২৬), মারিয়া (৮), বেগম (৬০), ইদুনি বেগম (৫০)। তাদের হাসপাতালে ভর্তি করা হলে একইদিন দুপুরে শিশু মরিয়ম মারা যান। তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

বাকিদের মধ্যে বেগমের ২৩ শতাংশ, পান্না বেগমের ৩০, সোনিয়ার ২৩ ও ইয়াছিনের ২৮ শতাংশ দগ্ধ হয়। ইয়াছিনকে আইসিইউতে রাখা হয়েছে। আর বাকিদের হাই ডিপেনডেন্সি (এইচডিইউ) ইউনিটে রাখা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি