বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

গার্ডার দুর্ঘটনায় চীনা ঠিকাদার দায়ী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:২০

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায় পেয়েছে। তদন্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানটির শাস্তির সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। 

প্রতিবেদনটি প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ আগস্ট রাজধানীর উত্তরার জসীম উদ্‌দীন মোড়ের দুর্ঘটনার জন্য ঠিকাদারের অবহেলা দায়ী।

কমিটি সূত্র জানা গেছে, তদন্ত প্রতিবেদনে কারাবন্দি ক্রেন অপারেটর আল আমিন হোসেন হৃদয়সহ প্রায় ২০ জনের জবানবন্দি রয়েছে। কারাফটকে হৃদয়ের জবানবন্দি নেয়া হয়েছে। একইসঙ্গে ১০ জন চীনা নাগরিকের জবানবন্দি নেয়া হয়েছে।

গার্ডার দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিক গ্রেফতার হলেও চীনা কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। গার্ডার পড়ে পাঁচজন নিহত হয়েছেন যেখানে, বিআরটির সেই অংশের ঠিকাদার চায়না গেঝুবা গ্রুপ কোম্পানি লিমিটেড। বিআরটির উড়াল অংশের ঠিকাদার চীনের আরেক প্রতিষ্ঠান জিয়াংশু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড।

গত ১৫ আগস্ট বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার জসিম উদ্দীন রোডে নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হন। গাড়িতে থাকা হৃদয় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ইত্তেফাক/এসআর