চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রীকে যৌন হয়রানির মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে আদালতে তলব করা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর আদালতে প্রক্টরিয়াল বডিকে হাজির থাকতে বলা হয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতারকৃত আসামি নূর হোসেন শাওন এর জামিন শুনানিকালে আদালত এ আদেশ দেন। সোমবার (৫ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালতে এই শুনানি হয়।
রাষ্ট্রপক্ষে জামিনে আপত্তি করে পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র। শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মনোমুগ্ধকর পরিবেশ থাকবে। সেখানে এ আসামিরা এক ছাত্রীকে বিবস্ত্র করে নাই, শিক্ষা ও সভ্যতার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন। এই জাতীয় অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার।’