শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবচরে ২ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:১১

মাদারীপুর জেলার শিবচরে দুটি ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পৌর এলাকার খান ক্লিনিক ও পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। 

এসময় ক্লিনিক দুটিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় নির্ধারিত মূল্যের বেশি টাকা রাখায় এ জরিমানা করা হয়। 

জানা গেছে, ক্লিনিকে অনিয়মের অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরবাজারের খান ক্লিনিক ও পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত মূল্য রাখাসহ মূল্যতালিকা হালনাগাদ না থাকায় ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি। 

এসময় ক্লিনিক দুটিকে সতর্ক করে দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘দুটি ক্লিনিকেই রোগীদের বিভিন্ন টেস্টের মূল্য অতিরিক্ত রাখছিল। তাছাড়া তাদের মূল্য তালিকা আপডেট ছিল না। একারণেই আর্থিক জরিমানা করা হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।

ইত্তেফাক/এইচএম