শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টিকটিকি তাড়ান ঘর থেকে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৮

দেয়ালে নড়চড় দেখে তাকাতেই মোটাসোটা টিকটিকে দেখে আঁতকে ওঠেন অনেকেই। দেয়াল, সিলিং, রান্নাঘরে এদের সরব উপস্থিতি। অবশ্য সাধারণ দৃষ্টিতে তা ক্ষতিকর নাও হতে পারে। তবে অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

তাহলে অস্বস্তিই যদি মূল কারণ হয় টিকটিকি তাড়াতে হবে কেন? কারণ, অনেক সময় টিকটিকির কারণে খাবারে বিষক্রিয়া হতে পারে। আবার অনেক সময় দেয়াল থেকে টিকটিকি খসে রান্নায় বা খাবারে পড়তে পারে। যা কিনা কোনোমতেই কাম্য নয়। সেজন্যে টিকটিকি তাড়াতে হয়।

টিকটিকি তাড়াতে চাইলে ঝাড়ু দিয়ে তাড়া করা কিংবা মেরে ফেলার প্রয়োজন নেই। ঘরোয়া টোটকা দিয়ে সহজেই এদের ঘর থেকে বিতাড়িত করা সম্ভব। সে কিভাবে? চলুন জেনে নেওয়া যাক: 

কফির মণ্ড বানিয়ে ঘরে কোনায় কোণায় ছড়িয়ে দিন
কফি

কফির ঘ্রাণ টিকটিকি কোনোমতেই সহ্য করতে পারে না। কফির মণ্ড বানিয়ে ঘরে কোনায় কোণায় ছড়িয়ে দিন। আসবাবের পেছনে টিকটিকি থাকলে দ্রুত পালাবে।

ন্যাপথালিন

ন্যাপথলিন দিয়েও টিকটিকি তাড়ানো যায়। বাড়িতে ন্যাপথালিন থাকলে তা ছড়িয়ে রাখুন। টিকটিকি ঠিকই পালাবে।

গোলমরিচের স্প্রে

টিকটিকি কফির পাশাপাশি গোলমরিচের ঘ্রাণে অস্থির হয়ে ওঠে। তাই পানিতে গোলমরিচ গুড়ো করে মিশিয়ে নিন। যেখানে টিকটিকির উপদ্রব বেশি সেখানে স্প্রে করুন। টিকটিকি এমনিই চলে যাবে।

বাড়িতে ন্যাপথালিন থাকলে তা ছড়িয়ে রাখুন, টিকটিকি পালাবে
পেঁয়াজ

রান্নাঘরে টিকটিকির দৌরাত্নে টিকে থাকা মুশকিল? যেখানে টিকটিকি বেশি সেখানে পেঁয়াজ কেটে রেখে দিন। তাতে টিকটিকি সরে যাবে।

ঠাণ্ডা পানির স্প্রে

ঠাণ্ডা রক্তের প্রাণী হলে কি হবে, টিকটিকি উষ্ণ স্থানে থাকতে ভালোবাসে। সেক্ষেত্রে টিকটিকি যেখানে বেশি সেখানে ঠাণ্ডা পানির স্প্রে করুন। টিকটিকি দূর হবে। 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন